নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

0
5
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-রিচালক দীপক কুমার রায়, জেলা ত্রাণ ও পুর্নঃবাসন কর্মকর্তা মোহাম্মদ আসিফ উদ্দিন মিয়া, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক প্রণব কুমার প্রামানিক প্রমুখ।

বক্তারা, দ্রব্যমুল্যের বাজার নিয়ন্ত্রণে পণ্যের মূল্য তালিকা টানানো, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখা, হোটেল-রেস্তোরায় পঁচাবাসি খাবার বিক্রি বন্ধ সহ নিয়ম নীতি মেনে বিক্রয়-বিপণনের বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানানো হয়। সভায় সরকারি কর্মকর্তা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সদস, ব্যাবসায়ি, সাংবাদিক, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।