নড়াইল জেলা জাসদ সহসভাপতি শেখ মুজিবুর রহমানের ইন্তেকাল

0
28
নড়াইল জেলা জাসদ সহসভাপতি শেখ মুজিবুর রহমানের ইন্তেকাল
নড়াইল জেলা জাসদ সহসভাপতি শেখ মুজিবুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা জাসদের সহসভাপতি শেখ মোঃ মুজিবুর রহমান (৬৫) গত ২ মার্চ দিবাগত রাত ১১ টায় দুরারোগ্য কান্সার রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত আতিয়ার রহমান শেখ ও রাবেয়া বেগমের ২য় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক),এক কন্যা ও এক পুত্র সন্তান এবং ৪ ভাই ,৩ বোনসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কিছুদিন আগে তার মাথায় টিউমার ধরা পড়লে সেটা অপারেশন করার পর তা ক্যান্সারে রুপ নেয়। অপারেশন করার পর তার আর কোন উন্নতি না হওয়ায় আমৃত্যু শয্যাশায়ী ছিলেন। শেখ মুজিবুর রহমান ১৯৮০ সালে জাসদ ছাত্রলীগের লোহাগড়া থানা কমিটির সহসভাপতি হিসাবে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে দীর্ঘদিন লোহাগড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে নড়াইল জেলা জাসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং আমৃত্যু জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। শুক্রবার বাদ জুম্মা মঙ্গলহাটা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

শেখ মোঃ মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীণ আকতার এমপি ,নড়াইল জেলা জাসদ সভাপতি এ্যাডঃ আবদুস ছালাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুহিনসহ জেলা জাসদ নেতৃবৃন্দ, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাসদ সভাপতি এ্যাডঃ হেমায়েতুল্লাহ হীরু, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক খান আমিরুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি শেখ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ মোল্যা, পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক আবু আবদুল্লাহ সহ বন্ধুরা।