আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা

0
7
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

একুশের চেতনা, মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবার( ২১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া এ, পি,বি, এস মাধ্যমিক বিদ্যালয়ের এই আলোচনা সভা হয়। এ, পি, বি, এস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মাসুূদ সিকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক বাবু মলয় কান্তি নন্দী। প্রধান আলোচক ও অনুষ্ঠান সমন্বয়ক বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাডঃ তরিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা শাখার ডেপুটি কমান্ডার এস এম এ মতিন; জেলা পরিষদ সদস্য খোকন কুমার সাহা, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, পলাশ; আউড়িয়া এ,পি, বি এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রচনা, বক্তৃতা প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।