থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে পায়ে হেটে ভারতের শিক্ষার্থী আলমগীর এখন নড়াইলে

0
12
থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে পায়ে হেটে ভারতের শিক্ষার্থী আলমগীর এখন নড়াইলে
থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে পায়ে হেটে ভারতের শিক্ষার্থী আলমগীর এখন নড়াইলে

স্টাফ রিপোর্টার

থ্যালাসেমিয়া রোগমুক্ত বিশ্ব গড়তে ভারতের কোলকাতা থেকে পায়ে হেঁটে নড়াইলে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পশ্চিমবঙ্গের মালদহের আলমগীর খান। পথে বিভিন্ন জায়গায় পথচারীদের ডেকে তাদের থ্যালাসেমিয়া রোগ সর্ম্পকে অবগত এবং প্রত্যেক সুস্থ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করছেন। কোলকাতা “একটু হাসি” স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তযোদ্ধা আলমগীর বলেন, নিজে ১০বার রক্ত দিয়েছি। চাঙ্গা থেকেছি,এটাই আমার শক্তি। পায়ে হেটে কোলকাতা থেকে ৩১০ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় পৌছে বিশ্বকে ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন এবং মুক্তির বার্তা দিতে চাই। গত ৮ফেব্রুয়ারী কোলকাতা থেকে হাটা শুরু করেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অনার্সের এই ছাত্র। গড়ে প্রতিদিন প্রায় ২৫ কিলোমিটার হেঁটে আগামি ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শেষ করবেন তিনি।

পদযাত্রার ৭ম দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) নড়াইল শহরের পুরাতন টার্মিনাল এলাকা থেকে হাঁটা শুরু করেন। এ পথে নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া-ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌছাবেন। কোলকাতা-হাবড়া-যশোরের বেনাপোল হয়ে সোমবার (১৩ফেব্রুয়ারী) সন্ধ্যায় নড়াইলে পৌঁছান।