নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা

0
8
নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা
নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার ৫ম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের কুড়িরডোব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্নস্থান থেকে ১৬ টি ঘোড়ার গাড়ি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রথম পুরস্কার বিজয়ী ঘোড়ার গাড়ি রকিবুল তিনি পেয়েছেন ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার সুজন পেয়েছেন ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন। এছাড়া তৃতীয় পুরষ্কার চঞ্চল পেয়েছেন রাইস কুকার এবং চতুর্থ পুরস্কার হিসাবে চন্টু মোল্যা পেয়েছেন পেসার।
রকিবুল ইসলাম বলেন,মানুষকে আনন্দ দেওয়ার জন্য ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা করি। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম হয়ে যতটা আনন্দ হয়েছি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি দর্শকদের আনন্দ দিতে পেরে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নুসহ সংশ্লিষ্টরা। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌঁড় প্রতিযোগিতা দেখতে বিভিন্নস্থান থেকে দর্শকরা উপস্থিত ছিলেন।