নড়াইলে তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

0
3
নড়াইলে তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি
নড়াইলে তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

স্টাফ রিপোর্টার

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’। গতকাল দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের গল্প শোনান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এসবিএম সাইফুর রহমান হিলু।

জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল-মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সিনিয়র শিক্ষক তাপস পাঠক , বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা সিংহ প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পরিশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।