নড়াইলে মতুয়া মিশন পরিচালিত স্কুলে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

0
3
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে মতুয়া মিশন পরিচালিত ১৮টি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার দুপুর দেড়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রোটারী ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের সৌজন্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।নড়াইল জেলা মতুয়া মিশনের সহ-সভাপতি অলোক পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, মেঘনা পেট্রোলিয়ামের সাবেক এমডি ও শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান শরীফ আশরাফুজ্জামান,রোটারিয়ান ফরিদা ইয়াসমীন, নড়াইল জেলা মতুয়া মিশনের সাধারন সম্পাদক অসীম পাল, হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নিহার কান্তি বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, মতুয়ারত্ন সাংবাদিক অশোক কুন্ডু,জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারি মহাব্যবস্থাপক মতুয়া বলদেব বিশ্বাস, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রমা রানী রায়,নড়াইল পৌর কমিটির সভাপতি বিজন বিশ্বাস।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: সঞ্জিত রাজবংশী।বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদারের স্বরণে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।