নড়াইলে পুকুর দৃষ্টিনন্দনে ৬ কোটি টাকার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মাশরাফী

0
112
নড়াইলে পুকুর দৃষ্টিনন্দনে ৬ কোটি টাকার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মাশরাফী
নড়াইলে পুকুর দৃষ্টিনন্দনে ৬ কোটি টাকার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মাশরাফী

স্টাফ রিপোর্টার

নড়াইল শহরের একমাত্র পুকুরকে দৃষ্টিনন্দন করতে ৬ কোটি টাকার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নড়াইল পৌরসভা সংলগ্ন উত্তর পার্শ্বের এ কাজের উদ্বোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আ’লীগ সহ-সভাপতি আনজু মান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, এ কাজের ঠিকাদার সেমার্স এডেন প্রাইজের মোঃ রেজাউল আলম প্রমুখ।

মেয়র আঞ্জুমান আরা বলেন, এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে আগামি এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের মধ্যে রয়েছে পুকুর ঘিরে ওয়াকওয়ে ও নানা সৌন্দর্যবর্ধন স্থাপনা।

প্রসঙ্গত, উনবিংশ শতাব্দির প্রথমে নড়াইল শহরের প্রাণকেন্দ্রে তৎকালীন নড়াইলের জমিদার কালিদাস রায় বিশাল পুকুরটি খনন করেন। দীর্ঘ বছর পুকুরটি ব্যবহার না করায় এটি এখন ময়লা ও কচুুরিপানার ভাগাড়ে পরিণত হয়েছে। বর্তমানে এ পুকুরের নাম দেওয়া হয়েছে ‘লাল মিয়া পুকুর বিউটিফিকেশন’। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ডাক নাম লাল মিয়া।