নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালন

0
7
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালন
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল কোরআন খানি, শোক র‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া মোনাজাত। এছাড়া ২৫০ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। শহীদ ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে একাই প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন বাঁচাতে ও অস্ত্র রক্ষা করতে গিয়ে নূর মোহাম্মদ শহীদ হন। দেশের জন্য লড়াই করতে গিয়ে বীরত্বপূর্ণ এই অবদানের স্বীকৃতি স্বরুপ এই বীরশ্রেষ্ঠ উপাধী দেওয়া হয়। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।