নড়াইলে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন

0
12

স্টাফ রিপোর্টার

বুধবার (১৬ অক্টোবর) নড়াইলে “আসুন,সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি” এ শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নড়াইলের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ কার্যক্রমে ইঁদুর নিধনের জন্য জনসচেনতা বৃদ্ধির জন্য প্রচার, নিধনের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করা হবে।