নড়াইলে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
7
নড়াইলে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের আয়োজনে বুধবার (৩১আগস্ট) দিনব্যাপি কলেজের মাল্টিপারপাস হলে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা শালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর বরুণ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ শামীমূল ইসলাম, কল্যাণ দাস প্রমুখ। এর আগে কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী প্রত্যেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা বিভিন্ন উপন্যাস ও গল্পের বই শিক্ষকদের ত্বত্ত্বাবধানে পড়া সম্পন্ন করেন।

নির্দিষ্ট পাঠ্যবই-এর বাইরে জ্ঞান-বিজ্ঞান, গল্প, উপন্যাস, দেশের স্বাধীনতা যুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে কিভাবে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে যায় সে বিষয়ে বক্তারা কলেজের শিক্ষার্থীদের পরামর্শ দেন। প্রসঙ্গত, অত্যন্ত সময়োপযোগী পাঠাভ্যাস সম্পর্কিত উদ্যোগটি নড়াইল জেলা প্রশাসকের অনুপ্রেরণায় সম্পন্ন হয়েছে।