গৌরীপুরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ, বিএনপি’র ৭৯ নেতা-কর্মীর নামে মামলা

0
6
গৌরীপুরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ, বিএনপি’র ৭৯ নেতা-কর্মীর নামে মামলা
গৌরীপুরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ, বিএনপি’র ৭৯ নেতা-কর্মীর নামে মামলা

গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় ৭৯ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে গৌরীপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলাম ও বলুহা গ্রামের শাহজাহান মিয়া নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গগত, বুধবার বিকেলে উপজেলার রামপোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছিলেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। বিক্ষোভকালে নেতা-কর্মীরা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেন। এসময় বিএনপি’র নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে উচ্ছশৃঙ্খল আচরণ করে তাঁদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, মো.শরীফ ও পুলিশ সদস্য আক্তারুজ্জামান আহত হন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়ে নিশ্চিত করে জানান, পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।