নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
12
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের চেয়ারম্যান আলমাচ হোসেন মৃধা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে না/রী ও শিশু নি/র্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ছানা মাহারুফ হোসাইন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোর্সেদুল আলম, সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারি জজ) পশুপতি বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী, সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ওমর ফারুক, পিপি অ্যাডঃ এমদাদুল ইসলাম, জিপি অ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী, লিগ্যাল এইড এর পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, রঞ্জনা বেগম, জোৎসনা প্রমুখ। এদিকে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার আমাতুল মোর্সেদা। অনুষ্ঠানে লিগ্যাল এইড এর দুজন আইনজীবীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।