নড়াইলে “বাংলা নববর্ষ ১৪২৯” উদযাপন উপলক্ষ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
11
নড়াইলে “বাংলা নববর্ষ ১৪২৯” উদযাপন উপলক্ষ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে “বাংলা নববর্ষ ১৪২৯” উদযাপন উপলক্ষ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে “বাংলা নববর্ষ ১৪২৯” উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি, নড়াইল এর আয়োজনে জেলা শিশু একাডেমি কার্যালয় চত্বরে শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, শুনি ও উড়ি খেলা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা শিশু কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিসিক নড়াইলের উপ-ব্যাবস্থাপক মোঃ মামুনুুর রশীদ,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলা শিশু একাডেমির কর্মকর্তা, প্রতিযোগী, অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।