নড়াইলের গোবরা মিত্র কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

0
7
নড়াইলের গোবরা মিত্র কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 
নড়াইলের গোবরা মিত্র কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২২, সকাল এগারোটায় নড়াইলের সদর উপজেলার গোবরা মিত্র মহাবিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মুজিবনগর সরকারের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস, এম ছায়েদুর রহমান ৷ বিশেষ অতিথি হিসেবে মূল আলোচনা রাখেন জেলার বিএলএফ এর গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ৷
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোবরা মিত্র কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মোল্যা ৷

বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বিষয়ে অত্যান্ত তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন ৷ উক্ত অনুষ্ঠানে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত সরকারের উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ৷

মুজিবনগর সরকার গঠনের পটভূমি, মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির পেছনে ঐ সরকারের কার্যকর ভূমিকা, মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রতি বর্হিবিশ্বের সমর্থন ইত্যাদি বিষয়ে তথ্যবহুল আলোচনা করা হয় ৷

আলোচনার শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়৷ অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ৷