নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পরিকল্পনা

0
26
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পরিকল্পনা
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পরিকল্পনা

স্টাফ রিপোর্টার

“মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচীর তথ্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাগ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ বেতার,স্বাধীন আলো ও আরটিভির নড়াইল প্রতিনিধি সুজয় বকসী, মোহনা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি হাফিজুল করিম নিলু, বৈশাখী টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মোঃ মিরাজ খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয় সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ ডিসেম্বর- ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে অবৈধ মাদক বিক্রেতা ও চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ অভিযান, ২ জানুয়ারি- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কর্মসুচির উদ্বোধন, মাদকবিরোধী আলোচনা সভা, মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান প্রধান সড়ক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সজ্জিতকরণ, ৩ জানুয়ারি- জুম্মার নামাজের খুতবার পূর্বে মাদক বিরোধী লিফলেট বিতরণ, ৪ জানুয়ারি-শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ ও ৫ জানুয়ারী মাদক বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন।