নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0
4
নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নড়াইল এর আয়োজনে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক/মাঝারি কৃষক/কৃষানীদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলায় ১ হাজার ৫শত জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।