নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

0
2
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“ডিজিটাল আর্থিক ব্যাবস্থায় ন্যায্যতা ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান, সদর থানার ভারপ্রাপত কর্মকর্তা শওকত কবীর,বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইলের কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, সরকারি কর্মকর্তা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।