নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

0
3
নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ কুমার দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান প্রমুখ।

বিকালে সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রুলি বিশ্বাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. সুলতান মাহমুদ, নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যৈষ্ঠ শিক্ষক ইদ্রীস আহম্মদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন, বিপুল কুমার পাঠক, সিনিয়র শিক্ষক স্বরজিত শিকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

দিনব্যাপী প্রতিযোগিতায় দৌড়, চকলেট দৌড়, অংক দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ- মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, যেমন খুশি তেমন সাজো সহ ইভেন্টে ৫শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।