দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ কর্মসূচি

0
7
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ কর্মসূচি
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল নড়াইল জেলা শাখার উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুরে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বাসভবনে এই সমাবেশ করে। তবে পুলিশের বাঁধার কারনে ঘরোয়াভাবে কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, নড়াইল জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, বিএনপি নেতা মোজাহিদুর রহমান পলাশসহ অর্ধশধাধিক নেতা কর্মী।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি সদর থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মনিরুল সাঈদ বাবু, নড়াইল সদর থানা স্বেচ্ছাসেবক দলের খন্দকার মশিউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল, সদস্য সচিব ফিরোজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান ছনি সহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাইলেও সভাসমাবেশ করতে দেয়া হচ্ছেনা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি শুধু বিএনপির প্রতিবাদ নয়। জনগণের কথা চিন্তা করেই এই কর্মসূচি দেয়া হয়েছে। আমরা আশাবাদী। অচিরেই জনগণ আবারো ভোটের অধিকার ফিরে পাবে এবং দেশে শান্তি ফিরে আসবে।’