লোহাগড়া পল্লী বিদ্যুতের সাবেক পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
8
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের সাবেক পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। জানা গেছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লক্ষীপাশা জোনাল অফিসের আওতাধীন জনৈক গ্রাহক জাফর আহম্মদ এর মিটার নং ০০০৯৪০২৭ টেম্পারিং এর কারণে মিটারটি খুলে আনা হয়। উক্ত মিটার ব্যবহারকারী লোহাগড়ার এডিডাস সু এর মালিক এর মোবাইলের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি (শনিবার ২০২২) বিকাল ৩ার সময় লোহাগড়া পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক উপজেলার সারুলিয়া গ্রামের আলম ফকিরের ছেলে মিরাজুল ইসলাম ফকির লোহাগড়া জোনাল অফিসে কর্মরত মিটার টেস্টিং সুপারভাইজার মোঃ বখতিয়ার রহমানকে মিটারের সঠিক রিপোর্ট না দিতে অবৈধ ভাবে প্রভাবিত করার চেষ্টা করে।

কিন্তু টেস্টিং সুপারভাইজার তার এ অনৈতিক কাজে রাজী না হয়ে। তাকে ভ/য়ভী/তি ও হু/মকি দেয়। বিষয়টি তিনি লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারকে জানালে তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করেন। এরপর মিটার টেস্টিং সুপারভাইজার মোঃ বখতিয়ার রহমান আসরের নামাজের জন্য বের হয়ে মসজিদে যাওয়ার পথে সাবেক পরিচালক মিরাজুল ইসরাম ফকির মোটর সাইকেল দিয়ে তার পথ রোধ করে জামার কলার ধরে হেনস্তা করে ও মারার উপক্রম করলে পাশে থাকা অত্র অফিসের ইমরান সোহেন (নিরাপত্তা প্রহরী)ও চুন্নু জামান (ইলেকট্রিশিয়ান)সহ আসপাশের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় লক্ষীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।