স্ত্রীর পর/কীয়া যন্ত্র/ণা থেকে রক্ষা পেতে স্বামীর সংবাদ সম্মেলন

0
8

স্টাফ রিপোর্টার

স্ত্রীর পর/কীয়া যন্ত্র/ণা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন দিনমজুর স্বামী। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলা সদরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূ/ক্তভোগী স্বামী নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনী এলাকার দিনমজুর ইউসুফ কাজী জানান, প্রায় ২০ বছর আগে উভয় পরিবারের সম্মতিতে কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে বিয়ে করি। বিয়ের পর আমাদের দাম্পত্য জীবনে দু’টি সন্তানের জন্ম হয়। এর মধ্যে ছেলের বয়স ১১ এবং মেয়ের বয়স সাত বছর।

তবে, প্রায় এক বছর যাবত প্রতিবেশির সাথে পর/কীয়ায় আসক্ত হয়েছে আমার স্ত্রী। বিষয়টি অন্যান্য প্রতিবেশিসহ গ্রামবাসীর মাঝে জানাজানি হলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্ত্রীকে অনেক বুঝিয়েও প/রকীয়ার বিপথ থেকে ফেরাতে পারিনি। শ্বশুর-শ্বাশুড়িকে অবগতসহ সালিশ বৈঠক করেও কাজ হয়নি।

সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর আমার গচ্ছিত প্রায় ২২ হাজার টাকাসহ সন্তানদের নিয়ে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। এ পরিস্থিতিতে স্ত্রী আমাকে তালাকও দিচ্ছে না। বরং প/রকীয়া অব্যাহত রেখেছে। এ কারণে পরিবারসহ সমাজের কাছে হেয় হচ্ছি। এদিকে পর/কীয়ায় আসক্ত প্রতিবেশির স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ব্যাপারে প্রশাসনসহ সমাজের মাতব্বরদের সুদৃষ্টি কামনা করছি।