নড়াইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

7
4
নড়াইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
নড়াইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এই বইমেলার আয়োজন করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহসপতিবার বিকেলে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবির কুমার রায়,নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিবুল ইসলাম,পৌর মেয়র আন্জুমান আরা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল ইসলাম,পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিগন বইয়ের স্টল ঘুরে দেখেন। মেলায় কয়েকটি লাইব্রেরীরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল দেয়া হয়েছে ।

উদ্বোধনের আগে আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে জ্ঞান-ভিত্তিক আলোকিত সমাজ গড়ে তোলা, সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাৎপদতা দূরীকরণ, অর্জিত শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, একটি সহনশীল, সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধ এবং সর্বোপরি জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা সম্ভব।