নড়াইলের জেলা পরিষদ সদস্য কর্তৃক কালিয়ায় ডাক্তার লা/ঞ্ছিত!

2
7
নড়াইলের জেলা পরিষদ সদস্য কর্তৃক কালিয়ায় ডাক্তার লা/ঞ্ছিত
লা/ঞ্চিত

স্টাফ রিপোর্টার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের জেলা পরিষদ সদস্য কর্তৃক সোমবার বিকালে কালিয়া উপজেলা স্বা/স্থ্য কমপ্লে/ক্সের এক ডাক্তারকে লা/ঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ডাক্তারদের মধ্যে মধ্যে চ/রম ক্ষো/ভ ও আত/ঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটায় নড়াইল জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানা একটি প্রতিবন্দি সনদপত্রের জন্য একজন রো/গীকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লে/ক্সের সহকারী সা/র্জন ডা. শুভঙ্কর সাহার কক্ষে যান। এ সময় বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কা/টাকা/টির একপর্যায়ে ডা. শুভঙ্কর সাহাকে মো. মাসুদ রানা শা/রীরিকভাবে লা/ঞ্ছিত করেন।

কালিয়া উপজেলা স্বাস্থ ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজল মল্লিক মঙ্গলবার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্খিত। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’ এ বিষয় অভিযুক্ত জেলা পরিষদ সদস্য মো.মাসুদ শেখ বলেন, আমি ডা. শুভঙ্কর সাহাকে লা/ঞ্ছিত করি নাই। তার সঙ্গে কথা কা/টাকা/টি হয়েছে। বরং ডা. সুভঙ্কর সাহা আমার ও আমার রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।’

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, ডা.শুভঙ্কর সাহাকে লা/ঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদ/ন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’