নড়াইলে উদযাপিত হচ্ছে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

4
3
নড়াইলে উদযাপিত হচ্ছে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
নড়াইলে উদযাপিত হচ্ছে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

স্টাফ রিপোর্টার

নড়াইলে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূ/মি, গণক/বর, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, গণক/বর জিয়ারত ও দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং স্বাস্থ্য বিধি মেনে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও প্রদর্শনী।

সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে, জেলা জজ আদালতের পার্শ্বে বধ্যভূ/মিপানি উন্নয়ন বোর্ডে অবস্থিত গণক/বর, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসন(সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, খাদ্য বিভাগ,সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান।