নড়াইলে মুজিব বর্ষ আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্ধোধন

0
2
নড়াইলে মুজিব বর্ষ আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্ধোধন
নড়াইলে মুজিব বর্ষ আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে মুজিব বর্ষ আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২১ এর উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে বীর শ্রেষ্ট নূর মোহাম্মদ ষ্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, আকাশে বেলুন ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, দাবা ফেডারেশনের যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রশীদ মন্নু।

দাবা ফেডারেশনের যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান বলেন, সারা দেশে দাবা খেলার প্রচলন থাকলেও আন্তর্জাতিক ভাবে দাবা খেলার সাথে পরিচয় করার জন্য ঢাকা বাহিরে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার প্রচলন করছে দাবা ফেডারেশন।

জানাগেছে , নড়াইল জেলার ২০জন ও ভারতীয় ২জন সহ দেশের বিভিন্ন জেলার মোট ২৮জন দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন। আগামী ১৪ ডিসেম্বর পুরস্কার প্রদানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত হবে।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক কৃঞ্চ পদ দাস, অ্যাডভোকেট রমা রানী রায়, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, ইপি রানী বিশ্বাসসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।