নড়াইলে হ/ত্যা মা/মলায় ১জনের মৃ/ত্যুদ/ণ্ড ও ৩ জনের যাব/জ্জীবন কা/রাদ/ণ্ড

3
5
নড়াইলে হ/ত্যা মামলায় ১জনের মৃ/ত্যুদ/ণ্ড ও ৩ জনের যাব/জ্জীবন কা/রাদ/ণ্ড
নড়াইলে হ/ত্যা মাম/লায় ১জনের মৃ/ত্যুদ/ণ্ড ও ৩ জনের যাব/জ্জীবন কা/রাদ/ণ্ড

স্টাফ রিপোর্টার

নড়াইলে হ/ত্যা মা/মলায় ১জনের মৃ/ত্যুদ/ন্ডাদেশ ও ৩ জনের যা/বজ্জীবন কা/রাদ প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান। মঙ্গলবার (৩০ নভেম্বর) তিনি এ রায় প্রদান করেন। মৃ/ত্যুদ/ন্ডপ্রাপ্ত আসা/মি হলেন সদরের ভবানিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা। যাব/জ্জীবন কা/রাদ/ন্ড প্রাপ্তরা হলেন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন, মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও ছাকেম আলীর ছেলে সাত্তার মোল্যা। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কা/রাদ/ন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফেরার পথে পূর্ব শ/ত্রুতার জেরে আসা/মিরা ধা/রা/লো অ/স্ত্র দিয়ে মফি শেখকে হ/ত্যা করে। এ ঘটনায় নিহ/তের স্ত্রী রেকসোনা খাতুন বাদী হয়ে সদর থানায় মাম/লা করেন। মামলায় সাক্ষ্য প্রমান শেষে আসা/মীদের বিরু/দ্ধে আনীত অভিযোগ সন্দে/হাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ রায় দেন। ৬ আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালা/স দেয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন, নড়াইল জজকোর্টের পিপি এ্যাডঃ এমদাদুল ইসলাম।