নড়াইলে মা/দকের ব্যপকতা রো/ধে নাগরিকদের সম্পৃক্তকরণে আলোচনা অনুষ্ঠিত

0
6
নড়াইলে মা/দকের ব্যপকতা রো/ধে নাগরিকদের সম্পৃক্তকরণে আলোচনা অনুষ্ঠিত
নড়াইলে মা/দকের ব্যপকতা রো/ধে নাগরিকদের সম্পৃক্তকরণে আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে মা/দকের ব্যপকতা রোধে নাগরিকদের সম্পৃক্তকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর ) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও সুজনের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস এ মতিন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু , সাজ্জাদ আলম খান সজল ,স্বপন কুমার দাস,মধু সরকার ,শুভ সরকার,রাজু শেখ, সোহানা পারভিন জনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসেন।