নড়াইলে সার ও বীজ ডিলার সমিতির সম্মেলন অনুষ্ঠিত

0
11
নড়াইলে সার ও বীজ ডিলার সমিতির সম্মেলন অনুষ্ঠিত
নড়াইলে সার ও বীজ ডিলার সমিতির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিএডিসির সার ও বীজ ডিলারদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খন্দকার শাহেদ আলী শান্তকে আহবায়ক ও খায়রুল বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা সার ও বীজ ডিলার সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নড়াইল সদর উপজেলা বীজ বিপনন কেন্দ্র চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয। সার ও বীজ বিপনন কেন্দ্রের যুগ্ম নিবন্ধক কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সার ও বীজ বিপনন কেন্দ্রের উপ পরিচালক খোরশেদ আলম।

এ সময় বক্তব্য রাখেন, নড়াইল সার ও বীজ বিপনন কেন্দ্রের সহকারী পরিচালক শ্রীবাস সরকার, নড়াইল-০২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি তাজুল ইসলাম, যশোর জেলা সার ও বীজ সমিতির সভাপতি আলহাজ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, খায়রুল বিশ্বাস প্রমুখ।

সম্মেলন শেষে বিকেলে ১১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা বিএডিসির সার ও বীজ ডিলার সমিতি গঠন করা হয়। সম্মেলনে জেলার মোট ৪৫ জন ডিলার অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা কৃষকদের সেবার মান বাড়াতে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।