নড়াইলে শহরের মধ্যে দিয়ে ফোর লেন রাস্তা নির্মাণের পক্ষে মানববন্ধন

11
28
নড়াইলে শহরের মধ্যে দিয়ে ফোর লেন রাস্তা নির্মাণের পক্ষে মানববন্ধন
নড়াইলে শহরের মধ্যে দিয়ে ফোর লেন রাস্তা নির্মাণের পক্ষে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে শহরের মধ্যে দিয়ে ফোর লেন রাস্তা নিয়ে পক্ষে বিপক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় নড়াইলের রূপগজ্ঞ চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

নড়াইলের যানমুক্ত সুন্দর পরিবেশের জন্য সরকার শহরের মধ্যে দিয়ে ফোর লেন রাস্তার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু এই ফোর লেন রাস্তা করতে গেলে নড়াইল পৌরসভার ৪টি সুপার মার্কেট ভেঙে ফেলতে হবে। এত করে প্রায় চার শাতাধিক দোকান ঘরের মালিক সহ কর্মচারীরা বেকার হয়ে পড়বে। যার ফলে দোকান মালিক কর্মচারীরা ফোর লেনের বিপক্ষে মানব বন্ধন করছে। এক্ষেত্রে মালিক-কর্মচারীদের ক্ষতিপূরণের জন্য আশ্বাস দেন এমপি মাশরাফী।

অপর দিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে নড়াইল শহরকে যানজট মুক্ত করার জন্য ফোর লেনের পক্ষে মানব বন্ধন করে। উভয় গ্রুপের মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

এসময় জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক উভয় দলকে শান্ত রাখার চেষ্টা করেন। এ সময় আইন শৃংখলা বজায় রাখার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, সকাল থেকেই নড়াইলের রূপগজ্ঞ চৌরাস্তা থম থমে পরিবেশ ছিল। মানববন্ধনের সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যাতে চলাচলকারীদের ভোগান্তীতে পড়তে হয়।