নড়াইলে ঘর পু/ড়িয়ে দেয়ার অভিযোগে ৫জনকে ৫ বছর ৪ মাসের কারাদ

0
76
আদালত
কোর্ট

ওশান প্রতিবেদক

নড়াইল আদালতে ঘর পু/ড়িয়ে দেওয়ার অভিযোগে ৫ জন আসা/মীকে বিভিন্ন অভিযোগে ৫ বছর ৪ মাস সশ্রম কারাদ/ণ্ডাদেশ প্রদান করা হয়েছে। নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ মঙ্গলবার প্রকাশ্য আদালতে এ রায় প্রদান করেন।

ঘটনার বিবরণে প্রকাশ হয় গত ২১ নভেম্বর ’১৮ রাত ১ টায় বাদী শফিকুল ইসলাম পিতা মৃত আব্দুল মোতালেব ভূইয়া (সাং- রামচন্দ্রপুর থানা, জেলা নড়াইল) পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তখন চুপিসারে একই গ্রমের জাহিদ মোল্লার পূত্র আসামী মোঃ রাসেল মোল্লা, মোঃ জুয়েল মিয়া, মিন্টু মোল্লা, রুবেল মিয়া, সুমন মোল্লা ও আরিফুল শেখ পেঠ্রল দ্বারা বসত ঘরে আগু/ন দেয়। ফলস্বরূপ বদীদের ঘরে থাকা মটর সাইকেল, বাই সাইকেল, ৩০ মন ধান সহ বিভিন্ন মালামাল মূল্য আনুমানিক ৪,৫৭,৮০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাদীপক্ষের মামলা প্রমান হওয়ায় বিজ্ঞ আদালত আসা/মীদের দ/ণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রত্যেককে ৫ বছর ৪ মাস সশ্রম কারাদ/ণ্ডাদেশ প্রদান করেন। আসা/মীদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সরদার মাহাবুব, আসামী পক্ষে ছিলেন এ্যাডঃ নিয়াজ মাহামুদ তুহিন।