নড়াইলে গৃহবধূকে পি?টিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী পলাতক

6
2
যৌতুক দমন করুন
যৌতুক দমন করুন

ফরহাদ খান

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে গৃহবধূ দীপালী বেগমকে (২৭) পি/টিয়ে হ/ত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রকিবুল গাজী (৩৮) পলাতক রয়েছে। পারিবারিক ক?লহ ও যৌতুকের দাবিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূ দিপালীকে তার স্বামী রকিবুল হা/তুড়ি দিয়ে পি/টিয়ে হ/ত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে লা/শের ময়/নাতদন্ত শেষ হয়েছে।

নিহ/ত দিপালী বেগমের মা বড়ু বিবি জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মেয়েকে জামাই রকিবুল টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে আনে। বারান্দায় এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

দিপালীর ভাই কালিয়ার চাঁচুড়ি গ্রামের শোয়েব শেখ জানান, প্রায় সাত বছর আগে উড়শি গ্রামের লতিফ গাজীর ছেলে ফার্নিচার দোকানি রকিবুলের সঙ্গে দিপালীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের টাকার জন্য চাপ দেয় রকিবুল। বিভিন্ন সময়ে তাকে (রকিবুল) টাকা দেয়া হয়। তবুও যৌতুকের দাবি থেমে থাকেনি। ঘটনার সময় দিপালীকে মাথায় হা/তুড়ি দিয়ে পি/টিয়ে হ/ত্যা করা হয়েছে। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় পলাতক স্বামী রকিবুল গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।