নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4
7
নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা শিল্পকলা একাডেমি, নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সংগীত, কবিতা আবৃতি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত। প্রতিযোগিতায় ২টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। দুপুরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়।

প্রতিযোগিতায় সংগীতে ক-গ্রুপে প্রথম- নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের- ঈপ্সিতা বকসী , খ-গ্রুপে- একই বিদ্যালয়ের -রথি দাস, ৭ মার্চের ভাষণে- ক- গ্রুপে-প্রথম- নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের-আলিফ আবেদিন, খ-গ্রুপে-গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কিতা ভৌমিক, কবিতা আবৃতিতে ক-গ্রুপে- প্রথম- নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: ইউষা, খ-গ্রুপে – নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের -নিসাত নাবিলা।

এ সময় প্রতিযোগিতার বিচারক সাবেক অধ্যক্ষ মো: রওশন আলী, মো: নাজমুল ইসলাম, মুন্সি আসাদুর রহমান, সৌরভ ব্যানার্জীসহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, সাংবাদিক, প্রতিযোগী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।