নড়াইলে ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা নিলেন ৬৩ জন

8
6
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় ৬৩ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।

সূত্রে জানা যায়, যারা কারো কাছে খাদ্য সহায়তা চাইতে পারছেনা বা খাদ্য সামগ্রী প্রয়োজন তাদের জন্য সরকার ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়ার জন্য আহ্বান জানান। এরই ধারাবাহিতকায় ৩৩৩- এ ফোন করে করে খাদ্য সহায়তা চাওয়ায় তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করোনাকালে খাদ্য সহায়তা প্রয়োজন হলে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল দিয়ে প্রয়োজনীয় তথ্য দিলে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্তু ৬৩ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।