কালিয়ায় গাঁজা রাখার অ/পরাধে ব্যবসায়ীর সাজা

3
1

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় বন্ধ দোকানের মধ্যে গাঁজা পাওয়ায় দীপক কুমার দাশ (৪৬) নামে এক মোবাইল ব্যবসায়ীকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারের ‘মা’ টেলিকমে অভিযান পরিচারনা কালে মো.জহুরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। দীপক কুমার দাশ উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃ/ত রশরঞ্জন দাশের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) মো.জহুরুল ইসলাম কর্তৃক উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ‘মা’ টেলিকম দোকানে অভিযান পরিচালনা করেন। তখন তাঁর বন্ধ দোকানে তল্লাশি করে ছোট এক পোটলা গাঁজা পাওয়া যায়। এ অ/পরাধে ভ্রাম্যমান আদালত তাঁকে ৩ মাসের বিনাশ্রম কা/রাদ/ন্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই রাতে এর আগে তাঁকে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরা/ধে ৫০০টাকা জরিমানা করা হয়। আদালত পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, ‘সাজাপ্রাপ্তকে বুধবার নড়াইল কা/রাগারে পাঠানো হয়েছে।’