নড়াইলে এসএসসি ১৯৮০ বন্ধু ব্যাচের জরুরি অক্সিজেন সাপোর্ট সেবার উদ্বোধন

5
3
নড়াইলে এসএসসি ১৯৮০ বন্ধু ব্যাচের জরুরি অক্সিজেন সাপোর্ট সেবার উদ্বোধন
নড়াইলে এসএসসি ১৯৮০ বন্ধু ব্যাচের জরুরি অক্সিজেন সাপোর্ট সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

“মানবতার সেবায় আমরা” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে এসএসসি ১৯৮০ বন্ধু ব্যাচের জরুরী অক্সিজেন সাপোর্ট সেবার উদ্বোধন করেছে। শনিবার (১০ জুলাই) অ্যডভোকেট মোঃ ওয়াহিদুজ্জান জুলুর সভাপতিত্বে শহরের বাধন মেডিকেল সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল সদর হাসপাতালের তত্বাবাধায়ক মুন্সি আছাদুজ্জামান টনি, ডাঃ আলোক কুমার বাগচি, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্যবসায়ী এস এম মন্জুরুল কবির নান্নু , শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ । বক্তারা দেশ ও প্রবাস থেকে যে সকল বন্ধুরা এই মহৎ কাছে এগিয়ে এসেছেন তাদেরকে সাধুবাদ জানান এবং এ কাজে সকলকে সহযোগিতার আহবান জানান।

এছাড়া বক্তারা করোনাকালিন সময় আসহায় মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দেন। উল্লেখ্য, ১৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসএসসি ১৯৮০ ব্যাচ সেবা কার্যক্রমের যাত্রা শুরু করেছে। বাধন মেডিকেল সেন্টারে হটলাইনের মাধ্যমে (০১৭১১১০৫৯৪৮, ০১৩১৭০২০৩০১, ০১৭২০২৯৯১৫৯) এই নম্বরে কল করলে রোগীর বাড়িতে পৌছে যাবে অক্সিজেন।