নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0
1
নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রীড জাত ও উফশী জাতের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ কার্যক্রমের আওতায় উপজেলার মোট ১ হাজার ৭ শত জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে ১ হাজার ২ শত জন হাইব্রীড ও ৫ শত জন উফসী জাত ধান চাষীকে জাত ধান চাষীর বীজ, ডিএপি সার, এমওপি সার দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, নড়াইলের উপ- পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।