নড়াইলে করো/না সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে

1
7
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ সপ্তাহে সংক্রমণের হার গড়ে ৪১.১%এ দাঁড়িয়েছে। এদিকে ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার ৮২.২৫। সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ ৩০জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া গত ২৪ঘন্টায় জেলার করোনা আক্রা/ন্ত তিনজনের মৃ/ত্যু হয়েছে। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে ১জন এবং জেলার বাইরে ২জন চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যুবরণ করেন। তারা হলেন নড়াইল শহরের প্রাথমিক স্কুলের শিক্ষক (অব) ফিরোজা মোহাম্মদ (৬৫), সদরের তুলারামপুর গ্রামের জিয়াউর রহমান (৫৫) এবং কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের সুরিগাতি গ্রামের তরিকুল ইসলাম (৩৮)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৬২টি নমুনা পরিক্ষা ফলাফলে ৫১জনের দে/হে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট ৫৫০জন করোনা রো/গী রয়েছে। এর মধ্যে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪জন ও লোহাগড়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪জন ভর্তি আছেন। বাকি আক্রা/ন্তরা যার যার ব্যক্তিগত আইসো/লেসনে আছেন। উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি মোট ২০জন ।

সদর হাসপাতালে কোনো আই সি ইউ না থাকায় শ্বা/সপ্রশ্বাসের সমস্যা জনিত সংক/টাপন্ন রো/গিদের উন্নত চিকিৎসার জন্য বেশীর রোগীকে খুলনা মেডিকেলে রেফার্ড করা হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রা/ন্ত ২৬২৮জন। আক্রা/ন্ত ২০৩৪জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও মা/রা গে/ছেন ৪৪জন। এ দিকে লকডাউন কার্যকরে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থার নানামুখি তৎপরতা অব্যহত রয়েছে। ফলে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া জনসাধারনের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবনতাও ছিল লক্ষণীয়। এদিকে করোনার সংক্র/মণ বেড়ে যাওয়ায় নড়াইলে গত ২০জুন থেকে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আগামি ১ জুলাই পর্যন্ত এ লকডাউন চলবে।