নড়াইল পৌরসভার আগামী ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

9
9
নড়াইল পৌরসভার আগামী ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
নড়াইল পৌরসভার আগামী ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

নড়াইল পৌরসভার আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২৩,৫৬,৮৭,১৮০ (২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১ শত ৮০) টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১২ টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে নড়াইল পৌরসভার আয়োজনে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা।

এর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লক্ষ৬৭ হাজার ১শত ৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লক্ষ ২০ হাজার টাকা আয় ধরা হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা মহিলা আওয়োমীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবাশীষ চৌধুরী , সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারি প্রকৌশলী মোঃ সুজন আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাক অতিরিক্ত পিপি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী অতিরিক্ত পিপি, এ্যাডঃ রমা রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবূল কুমার সাহা, আ’লীগ নেতা মেসকাতুল ওয়াজেন লিটু ,প্যানেল চেয়ারম্যান রেজায়ুল বিশ্বাস, জাপা নেতাশরীফ মুনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভার কাউন্সিলরগন ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।