নড়াইল সদর হাসপাতালে করোনা শ/য্যা ফাঁকা নেই

0
75
শিশুর মৃ'ত্যু
নড়াইল সদর হাসপাতাল

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর হাসপাতালে করোনা শ/য্যা ফাঁকা নেই। বর্তমানে সদর হাসপাতালে করোনার ২০টি বেডের মধ্যে ১৮জন করোনা রো/গি ভর্তি এবং ২জন করোনা উপসর্গে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে নতুন করে ৩জন করোনা রো/গি ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় উচ্চ ঝুঁকির নড়াইলে গত চব্বিশ ঘন্টায় ৯৪ জনের নমুনা রিপোর্টে ৩৩জনের করোনা পজিটিভ এসেছে। রিপোর্টের বিচারে আক্রা/ন্তের হার ৩৫.১০ ভাগ।

করোনায় আক্রা/ন্ত হয়ে রোববার (১৩ জুন) নড়াইলে একজন মৃ/ত্যুবরণ করেছেন। গত ৯দিনে (৭ থেকে ১৫জুন) জেলায় ৪৭৭টি রিপোর্টের বিপরীতে ১শ ৮৯জন করোনা পজিটিভ এসেছে। রিপোর্টের বিচারে আক্রা/ন্ত ৩৯.৬২ভাগ। জেলায় এ পর্যন্ত ২ হাজার ১০৬জন করোনায় আক্রা/ন্ত হয়েছেন। এর মধ্যে ২৮ জনের মৃ/ত্যু হয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছেন ২১৯ জন।