শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঢালাইয়ের রাস্তার কাজ শুরু

0
16
শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঢালাইয়ের রাস্তার কাজ শুরু
শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঢালাইয়ের রাস্তার কাজ শুরু

স্টাফ রিপোর্টার

অবশেষে নড়াইল শহরের বাণিজ্যিক এলাকার রূপগঞ্জ বাজারের মধ্যে ভা/ঙ্গাচো/রা সড়কের ঢালাইয়ের রাস্তার কাজ পূনরায় শুরু হয়েছে। শুক্রবার (১১জুন) সকালে রূপগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় কাজিটির উদ্বোধন করেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুপগঞ্জ এলাকার নড়াইল ভিক্টোরিয়া কলেজ সড়কে ৮৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৪শ ৬৬ মিটার ঢালাইয়ের রাস্তাটি নির্মাণ হচ্ছে। ইতিপূর্বে প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের সময়ে এ কাজের প্রায় তিন ভাগের এক ভাগ কাজ সম্পন্ন হয়।

ভূ/ক্তভো/গিরা জানান, গত কয়েক বছর ধরে নড়াইল জেলার বাণিজ্যিক এলাকা নড়াইল ভিক্টোরিয়া কলেজ সড়কটি বেহা/ল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধার সৃষ্টি হতো। ভা/ঙ্গাচো/রা এ সড়কে পায়ে হেটে চলাচলও দা/য় হয়ে পড়েছিল।

এ কাজের ঠিকাদার অলোক কুন্ডু আগামী কোরবাণী ঈদের আগেই এ কাজ সম্পন্ন হবে বলে জানান। নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, সিডিউল অনুযায়ী কাজের গুনগতমান ঠিক রেখেই কাজটি সম্পন্ন হবে।