নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত এবং তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

4
2

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২১ পালিত এবং তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সোমবার (৩১মে) এক সংক্ষিপ্ত র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়। পরে অনলাইনে তামাক বিরোধী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম, নড়াইল কৃষি অধিদপ্তরের উপ পরিচালক দীপক রায়, জেলা তথ্য অফিসার ইব্রাহীম আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, জেলা তামাক বিরোধী জোটের সদস্য কাজী হাফিজুর রহমান প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের চত্বরে মধ্যে এক সংক্ষিপ্ত র‌্যালি এবং জেলা প্রশককের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেজন্য তামাক নিয়ন্ত্রনে যেসব আইন রয়েছে তার সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া তামাক নিয়ন্ত্রণে বক্তারা বিভিন্ন পরামর্শ প্রদান করেন।