রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা দিলেন নড়াইলের পুলিশ সুপার

8
23
রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা দিলেন নড়াইলের পুলিশ সুপার
রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা দিলেন নড়াইলের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার

করোনায় ক্ষতিগ্রস্থ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকৃত অসহায় ও দুঃস্থ্যদের মাঝে রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সোমবার (১০ মে) রাত ১২ টা পর্যন্ত নড়াইল শহরের মহিষখোলা, কুড়িরডোব মাঠ সহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাইসহ অন্যান্য উপকরণ। খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অসহায় ও দুঃস্থ্য পরিবারের সদস্যরা। বিতরণকালে নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন, ওসি (অপারেশন) শিমুল কুমার দাস, সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘করোনার সংক্রমনরোধে লকডাউনকালে অনেকেই কাজকর্ম করতে পারছে না। তাছাড়া পবিত্র ঈদুল ফিতর সমাগত। এসব অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে একটু হাসি ফোটাতে রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে অসহায় ও দুঃস্থ্য মানুষের কষ্ট কেটে যাবে।’