নড়াইলে পুলিশ কর্মকর্তাকে মে/রে অ/স্ত্র ছি/নতাই! পরে পরিত্য/ক্ত স্থান থেকে উ/দ্ধার

383
73
নড়াইলে পুলিশ কর্মকর্তাকে মে/রে অ/স্ত্র ছি/নতাই ! পরে পরিত্য/ক্ত স্থান থেকে উ/দ্ধার
নড়াইলে পুলিশ কর্মকর্তাকে মে/রে অ/স্ত্র ছি/নতাই ! পরে পরিত্য/ক্ত স্থান থেকে উ/দ্ধার

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হা/ম/লা চালিয়ে পি/স্তল ছি/নিয়ে নেয় দুর্বৃ/ত্তরা। পরে তা উ/দ্ধার হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে ওই হামলা হয়। গু/রুতর আহত লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে/ক্সে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই মিকাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মীর আলমগীরের মাথায়, বাম হাতের কনুইয়ে কোপানো হয়েছে ও শ/রীরের বিভিন্ন স্থানে লা/ঠির আঘা/ত। মিকাইল হোসেনের শরী/রে লা/ঠির আঘা/ত রয়েছে।

লোহাগড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কুমড়ি গ্রামের ওহিদুর সরদার ও লুটিয়া গ্রামের ফিরোজ শেখ গ্রুপের মধ্যে আ/ধিপত্য বিস্তর নিয়ে দীর্ঘদিন ধরে বিরো/ধ রয়েছে। ওই দুই পক্ষ সংঘ/র্ষে লি/প্ত হওয়ার সময়ে ওই দুই পুলিশ কর্মকর্তা প্রথমে ফিরোজ শেখ পক্ষকে নিবৃ/ত্ত করেন। পরে ওহিদুর সরদার পক্ষের লোকজনকে নিবৃ/ত্ত করতে গেলে তাঁদের ২০-২৫ জন ওই হা/মলা চালায়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এএসআই মীর আলমগীরের কাছ থেকে আটটি গু/লিসহ পি/স্তলটি ছি/নিয়ে নিয়েছিল। দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একটি মসজিদের পাশে অ/স্ত্রটি পাওয়া গেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’