নড়াইলের বারইপাড়া ফেরীতে ট্রাক ওঠার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে পানিতে

329
17
নড়াইলের বারইপাড়া ফেরীতে ট্রাক ওঠার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে পানিতে
নড়াইলের বারইপাড়া ফেরীতে ট্রাক ওঠার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে পানিতে

স্টাফ কোয়ার্টারের

নড়াইলের বারইপাড়া ফেরীতে একটি পাথর বোঝাই ট্রাক ওঠার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে নবগঙ্গা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হ/তাহ/ত হয়নি। এ ঘটনার পর বারইপাড়া-কালিয়া ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৬মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে নড়াইল থেকে কালিয়াগামী একটি পাথর বোঝাই ট্রাক বারইপাড়া ঘাটে ফেরীতে ওঠার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে পানিতে পড়ে যায়। ঘটনার সময় ফেরীতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। জানা যায়, প্রতিদিন এ ফেরী দিয়ে কয়েক’শত ট্রাক, যাত্রীবাহী বাস ও হালকা যানবাহন চলাচল করে। ফলে এ ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভো/গে পড়বে।

কালিয়া থানার ওসি সেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হ/তাহ/ত হয়নি। নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, এ দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পন্টুনের কোনো ক্ষ/তি হয়নি। তবে বেইলী ব্রীজটি ভীষণ ক্ষ/তিগ্র/স্থ হওয়ায় এ স্থানে নতুন একটি বেইলী ব্রীজ প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৩/৪দিন সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ফেরী চালুর ব্যবস্থা করছি।