মধ্যযুগীয় কায়দায় নি/র্যাতনঃ স্ত্রীকে ন্যা/ড়া করে দিলো স্বামী

0
24
মধ্যযুগীয় কায়দায় নি/র্যাতনঃ স্ত্রীকে ন্যা/ড়া করে দিলো স্বামী
মধ্যযুগীয় কায়দায় নি/র্যাতনঃ স্ত্রীকে ন্যা/ড়া করে দিলো স্বামী

স্টাফ রিপোর্টার

নড়াইলে মধ্যযুগীয় কায়দায় নি/র্যা/তন চালিয়ে স্ত্রী জান্নাত আরা সেতুর মাথার চুল কে/টে ন্যা/ড়া করে দিলো স্বামী সজিব মুস্তারিসহ তার পরিবারের লোকজন। গভী/ররাতে স্বামীর বাড়ি থেকে পুলিশ গিয়ে তাকে (স্ত্রী) উ/দ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রাক্তন স্ত্রীকে ঘরে তু/লে আনতেই এমন নির্যা/তন বলে অভিযোগ উঠেছে। তাদের পরিবারে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। জান্নাত আরা সেতু শহরের দক্ষিণ নড়াইল এলাকার হোসেন ইমাম ওরফে তৈয়মুরের মেয়ে। শুক্রবার (১২ মার্চ) দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে শহরের দুর্গাপুর এলাকায়। এ ব্যাপারে রবিবার (১৪ মার্চ) নড়াইল সদর থানায় জান্নাত আরা সেতুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানাগেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বি/চ্ছেদের পর শহরের দুর্গাপুর মহিলা কলেজ এলাকার নজরুল বিশ্বাসের ছেলে অস্ট্রিয়া প্রবাসী সজিব মুস্তারি সাড়ে চার বছর আগে জান্নাত আরা সেতুকে বিয়ে (দ্বিতীয় স্ত্রী) করেন। বিয়ের পরে কিছু দিন না যেতেই সেতু তার স্বামী সজিবের মা/দকা/সক্তি ও পূর্বের স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয় জানতে পারেন। এ নিয়ে প্রতিবা/দ করতে গেলেই সেতুর ওপর নি/র্যাতন শুরু হয়।

এ অবস্থার মধ্যদিয়ে গত সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে সেতু দুই সন্তানের মা হলেও তাঁর ওপর নি/র্যা/তন বন্ধ হয়নি। স্বামী সজিব দেশে আসলে তার অ/পক/র্মের ব্যাপারে কথা বলতে গেলেই তাঁকে নি/র্মম নি/র্যাতন ভোগ করতে হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সজিব তার বাবা মার সহা/য়তায় সেতুকে বেদম মা/রপিটের এক পর্যায়ে হ/ত্যার উদ্দেশ্যে জোর করে চে/তনানা/শক খাওয়ায়। এসময় সেতু জ্ঞান হারিয়ে ফেললে তাঁর মাথার চুল, ভুরু কে/টে দেয়া হয়। এ অবস্থায় গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে মোবাইল ফোনে স্বজনদের ঘটনা জানালে তারা পুলিশ নিয়ে মেয়েকে উ/দ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন সেতু বলেন, আমার শরীরের বিভিন্ন জায়গায় নি/র্মম নি/র্যাতন করা হয়েছে। চুল এবং ভুরু কে/টে দেওয়া হয়েছে। পাশাপাশি জো/র করে এক সঙ্গে অনেকগুলো ঘুমের ঔ/ষধ খাইয়ে দেওয়া হয়।

নির্যাতিতার মায়ের অভিযোগ, সজিব মুস্তারি ও তার পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে আমার মেয়ে জান্নাত আরা সেতুকে নির্ম/মভাবে নির্যা/তন করে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। পুলিশের সহযোগিতায় আমার মেয়েকে উ/দ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সজিব মুস্তারি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অ/স্বীকার করে বলেন, তার মাথার চুল কখন কাটা হয়েছে আমি তার কিছুই জানি না। এ সব তার (স্ত্রী সেতুর) বানানো কথা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আসা/মী করে মামলা দায়ের করা হয়েছে। আসা/মীদের গ্রেফতারে পুলিশের অভিযা/ন চলছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, অ/পরা/ধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।