নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে যুক্ত হলো অত্যাধুনিক ডায়াবেটিক ফানডাস ক্যামেরা

5
12
নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে যুক্ত হলো অত্যাধুনিক ডায়াবেটিক ফানডাস ক্যামেরা
নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে যুক্ত হলো অত্যাধুনিক ডায়াবেটিক ফানডাস ক্যামেরা

স্টাফ রিপোর্টার

মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে ডায়াবেটিস রো/গিদের জন্য যুক্ত হলো অত্যাধুনিক ডায়াবেটিক ফানডাস ক্যামেরা (FUNDUS CAMERA)। শনিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন হেল্থ কেয়ার সেন্টার এন্ড শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টারে ফ্রেড হলোস ফাউন্ডেশন এন্ড দি অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় এ অত্যাধুনিক ক্যামেরাটি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতিশামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ফ্রেড হলোস ফাউন্ডেশনের প্রাগ্রাম ম্যানেজার আমিনুর রহমান প্রমুখ। জানা গেছে, ল্যাপটপ, প্রিন্টারসহ ক্যামেরাটির মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

ফ্রেড হলোস ফাউন্ডেশনের কর্মকর্তা আমিনুর রহমান জানান, মূলত যাদের চোখের ডায়াবেটিস রয়েছে, তাদের অনেকের চোখে রেটিনা প্যাথি নামক এক ধরনের রোগের সৃষ্টি হয়, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। কম্পিউটারাইজড অত্যাধুনিক এই ক্যামেরার সাহায্যে এই রোগ নির্নয় করা সম্ভব। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের হেল্থ কেয়ার সেন্টারে থেকে এই রোগ নির্নয় করে তাদের খুলনা ডায়াবেটিক সেন্টার অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।