নড়াইলে ভাষা শহীদদের স্মরণে ঊষার আলোর ফ্রি ব্লা/ড/ গ্রুপিং

2
14
নড়াইলে ভাষা শহীদদের স্মরণে ঊষার আলোর ফ্রি ব্লা/ড/ গ্রুপিং
নড়াইলে ভাষা শহীদদের স্মরণে ঊষার আলোর ফ্রি ব্লা/ড/ গ্রুপিং

স্টাফ রিপোর্টার

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাষাশহীদদের স্মরণে বিনামূল্যে ব্লা/ড/ গ্রুপিং ক্যাম্পেইন করেছে সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘ। শনিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর বাজারে প্রি ব্লা/ড/ গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. মোঃ আমিনুর রহমান, প্রকৌশলী গোলাম রাব্বি, যায়যায়দিনের নড়াইল প্রতিনিধি মোঃ আল আমিন, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, যুগ্ম সম্পাদক রহিমা বিনতে আব্দুল আলীম, নড়াইল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আল মমিন, নাজমুল হাসান, মহসিন আলম, রজিবুল ইসলাম, রাজু শিকদার প্রমুখ।

সংগঠনটির সূত্রে জানা যায়, দুপুর ৩.০০ টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত প্রায় দুইশত লোকের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উল্লেখ্য যে, ফেব্রুয়ারি মাসটি ভাষার মাস উপলক্ষে ঊষার আলোর উদ্যোগে নড়াইল জেলার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ব্লা/ড গ্রুপিং কর্মসূচি চলমান রয়েছে। গত ২১ ফেব্রুয়ারী উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান।

এ সময় প্রধান বক্তা ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচীব,নড়াইল দলিল লেখক সমবায় সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত নড়াইল পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান।