নড়াইলে বেঙ্গল সিমেন্টের “শিল্পরাজ সম্মেলন” অনুষ্ঠিত

54
12
নড়াইলে বেঙ্গল সিমেন্টের “শিল্পরাজ সম্মেলন” অনুষ্ঠিত
নড়াইলে বেঙ্গল সিমেন্টের “শিল্পরাজ সম্মেলন” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

“নির্মাণ শিল্পীদের হাত ধরে, বেঙ্গল সিমেন্ট এর শক্তিতে” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে দিনব্যাপী অনুষ্ঠিত হল শিল্পীরাজ সম্মেলন। শনিবার নড়াইলের লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটে নড়াইল জেলার পরিবেশক মেসার্স তাসিন এন্ড সাইফ ট্রেডার্সের ব্যবস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেঙ্গল সিমেন্ট নড়াইল জেলার পরিবেশক মেসার্স তাসিন এন্ড সাইফ ট্রেডার্সের সত্ত্বাধিকারী খান তসরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল বেঙ্গল সিমেন্ট সাউথ বেঙ্গলের এজিএম মোঃ মইনুল হোসেন শিমুল। সভায় বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড খুলনার অঞ্চলের রিজিওন্যাল সেলস ম্যানেজার মোঃ গোলাম রব্বানী, যশোর ও নড়াইলের এরিয়া ম্যাজোর মোঃ ইকবাল হোসেন।
সম্মেলনে ২শত জন শিল্পরাজ রাজমিস্ত্রী ও সিমেন্ট বিক্রেতা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নির্মাণ শিল্পের কারিগর শিল্পরাজদের বেঙ্গল সিমেন্টে আধুনিক প্রযুক্তির ব্যাবহারসহ এ সিমেন্টের ব্যাবহারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে, বিকালে শিল্পরাজ রাজমিস্ত্রীদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে উপহার প্রদান করা হয়।