স্টাফ রিপোর্টার
নড়াইলে খা’দ্য অধিদপ্তর কর্তৃক আমন ধান ও চাল সংগ্র’হ অভিযা’নের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলা খা’দ্য গু’দামে খা’দ্য বিভাগ, নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আনজুমান আরা।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূ’মি) রাখী ব্যানার্জী, জেলা খা’দ্য নিয়’ন্ত্রক কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মনিরুল হাসান, লোহাগড়া উপজেলা খা’দ্য কর্মকর্তা মোঃ মান্নান আলী, লোহাগড়া উপজেলা খা’দ্য গু’দাম কর্মকর্তা দিপঙ্কর বসু, মি’ল মা’লিক আব্দুল মান্নান,সোহেলী পারভিন, সাংবাদিকবৃন্দ, খা’দ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার ৪২ জন মি’ল মালি’কের কাছ থেকে ৩৭ টাকা দরে এ বছর মোট ১৩শত ৪৭ মেট্রিক টন চাল সংগ্র’হ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬ শত ৯১ মেঃ টন, লেহাগড়ায় ৫শত ২৭ এবং কালিয়ায় ১শত ১৯ মেঃটন চাল সংগ্র’হ করা হবে এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে ১৫শত ৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্র’হের লক্ষ্যমাত্রা ধ’রা হয়েছে। এ সংগ্রহ অভিযা’ন চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।